রাজ্য মন্ত্রীসভাঃ

  • ভারতীয় সংবিধানের ১৬৩(১) নং ধারা অনুযায়ী ভারতের কোন অঙ্গরাজ্যের রাজ্যপালকে তাঁর কাজ্য সাহায্য ও পরামর্শ প্রদান করার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রীসভা থাকবে।
  • মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল মন্ত্রীসভার সদস্যদের নিয়োগ ও দপ্তর বণ্টন করেন।
  • রাজ্যপাল বা রাজ্যপাল কর্তৃক নিযুক্ত কোন ব্যক্তির কাছে মন্ত্রীসভার সদস্যরা শপথ বাক্য পাঠ করেন।
  • মন্ত্রীসভা তাঁর কাজের জন্য যৌথভাবে বিধানসভার কাছে দায়বদ্ধ। অর্থাৎ মন্ত্রীসভার কোন একজন মন্ত্রীর কাজের জন্য সমগ্র মন্ত্রীসভাকে বিধানসভার কাছে দায়বদ্ধ থাকতে হয়। যেমন, মন্ত্রীসভার কোন একজন মন্ত্রীর বিরুদ্ধে বিধানসভায় অনাস্থা প্রস্তাব গৃহীত হলে সমগ্র মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হয়।
  • মুখ্যমন্ত্রী সহ মোট মন্ত্রীর সংখ্যা বিধানসভার মোট সদস্য সংখ্যার ১৫% এর বেশী হবে না। আবার ৯১ তম সংশোধনী আইন, ২০০৩ অনুযায়ী এই সংখ্যা ১২-র কম হবে না।
  • বেতন এবং ভাতা রাজ্য আইনসভা কর্তৃক নির্ধারিত করা হয়।
  • মন্ত্রীসভায় তিন ধরনের মন্ত্রী থাকে-
    • ক্যাবিনেট মন্ত্রীঃসাধারণত স্বাধীন দপ্তরের দায়িত্বে থাকেন এবং অধিক মর্যাদা লাভ করেন।
    • রাষ্ট্রমন্ত্রীঃরাষ্ট্রমন্ত্রীদের স্থান ক্যাবিনেট মন্ত্রীদের ঠিক পরেই। তারা হয় স্বাধীন দপ্তর পান অথবা ক্যাবিনেট মন্ত্রীদের দায়িত্ব পালনে সহযোগিতা করেন।
    • প্রতিমন্ত্রীঃকোন স্বাধীন দায়িত্ব থাকে না, ক্যাবিনেট মন্ত্রকের সহায়তার জন্য নিযুক্ত করা হয়।